ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday, 2 July 2013

এসো মুক্তির পথে হে নবীন

কথা ও সুরঃ ফখরুল ইসলাম

এসো মুক্তির পথে হে নবীন
এ ধরাতে আনতে সুদিন,
এই আহ্বান তোমাদের কাছে
কোরানের রঙ্গে রাঙ্গাও জীবন।

চার দিকে দেখ বইছে দূষিত বাতাস
এসো দলে দলে আনতে সুখের আভাস।
রবের দেয়া জীবন বিধান,
বুকে নিয়ে হও আগুয়ান। ঐ

কাটাতে অমানিসা এসো তাই হাতে রাখি হাত,
সব কালো দূর করে আনবো নতুন প্রভাত।

সব নিপীড়ন আর যুলুমের করে অবসান
ফিরায়ে আনব সোনালী শাশন রাশেদার।
আকাশে বাতাসে ভেসে আসবে
অবারিত শান্তির বীণ।

No comments:

Post a Comment