কথা- কবি গোলাম মোহাম্মদ
সুর ও শিল্পী- মশিউর রহমান
সোনার পাখিরা একে একে উড়ে যায়
ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন
নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ
বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদন আহা
পাখিরা ফুলের মত মোহন পালক
নির্মল জোছনার মিষ্টি আলোক
হৃদয় নিলো ওরা পূর্ণের ধন আহা
পাখিরা উড়ে যায় সুভাসিতো জোছনার দেশে
পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে
ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে
কি সুবাস মধুময় সকল কাজে
শাহাদাত বেছে নেয় সাহসী যে জন আহা
সুন্দর। একটি সংগিত
ReplyDeleteঅসাধারণ একটি সঙ্গীত
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDeleteমাশাআল্লাহ অসাধারণ
ReplyDeleteMasaallah
ReplyDeleteহৃদয় বিগলিত একটা সংগীত
ReplyDeleteগজল টা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না, বড় বড় আলেম গুলো চলে যাচ্ছে 😭😭😭
ReplyDeletejajakallahu khair
ReplyDeleteBAH
ReplyDeleteমাশা-আল্লাহ
ReplyDeleteসেই
ReplyDelete