ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday, 1 May 2020

সোনার পাখিরা একে একে উড়ে যায়

কথা- কবি গোলাম মোহাম্মদ
সুর ও শিল্পী- মশিউর রহমান


সোনার পাখিরা একে একে উড়ে যায়
ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন
নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ
বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদন আহা

পাখিরা ফুলের মত মোহন পালক
নির্মল জোছনার মিষ্টি আলোক
হৃদয় নিলো ওরা পূর্ণের ধন আহা

পাখিরা উড়ে যায় সুভাসিতো জোছনার দেশে
পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে

ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে
কি সুবাস মধুময় সকল কাজে
শাহাদাত বেছে নেয় সাহসী যে জন আহা

11 comments:

  1. সুন্দর। একটি সংগিত

    ReplyDelete
  2. অসাধারণ একটি সঙ্গীত

    ReplyDelete
  3. মাশাআল্লাহ

    ReplyDelete
  4. মাশাআল্লাহ অসাধারণ

    ReplyDelete
  5. হৃদয় বিগলিত একটা সংগীত

    ReplyDelete
  6. গজল টা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না, বড় বড় আলেম গুলো চলে যাচ্ছে 😭😭😭

    ReplyDelete
  7. মাশা-আল্লাহ

    ReplyDelete