কথা ও সুর:
তাফাজ্জাল হোসাইন খান
আহলান সাহলান মাহে রমজান
আল-কোরানের মাস এসেছে জাগরে মুসলমান
হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান।
মাগফিরাতের মাস এসেছে, এসেছে তোর দরজায়
সব কালিমা ফেল দূয়ে ফেল রহমতের দরিয়ায়
চোখের জলে তাওবা করলে
নাজাত দিবেন রহমান।
কোরান পড়ো হাদীস জানো যত পার এই মাসে
শাফায়ত করিবে কোরআন কেউ রবে না যখন পাশে।
হয়ত সময় মিলবেনা ফের দু'দিনের এই জীবনে
আরাম-আয়েশ যাও ভুলে যাও ফসল তুলো যতনে
রোজ হাশরে বিচার দিনে
পাবি তারি প্রতিদান।
Wednesday, 6 May 2020
Monday, 4 May 2020
আকাশের কোল জুড়ে এক ফালি চাঁদ
আকাশের কোল জুড়ে এক ফালি চাঁদ
নিয়ে এলো পৃথিবীর সেরা সংবাদ।
কিয়ামের রাত এলো সিয়ামের দিন
মুছে দিতে জীবনের অগনিত ঋণ।
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরুম রমাদান
খুলে গেছে অনাবিল রহমের দ্বার
মুমীনের ঘরে ঘরে এল উপহার
ভুলগুলো হয়ে গেছে জাফরানী ফুল
সৌরভে এই পৃথিবী হল অমলিন
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরু রমাদান
কাওসার পেয়ালায় ঢেউ এল ঢেউ
হৃদয়টা ধুয়ে নেবে আছো নাকি কেউ
নেমে এল অনুপম ক্ষমা আর প্রেম
রাইয়ান দরজার প্রীতি মোলায়েম
বুক জুড়ে বয়ে গেছে ফালগুনী সুর
গৌরবে দ্বিকে দ্বিকে খুশী সীমাহিন
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরু রমাদান
নিয়ে এলো পৃথিবীর সেরা সংবাদ।
কিয়ামের রাত এলো সিয়ামের দিন
মুছে দিতে জীবনের অগনিত ঋণ।
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরুম রমাদান
খুলে গেছে অনাবিল রহমের দ্বার
মুমীনের ঘরে ঘরে এল উপহার
ভুলগুলো হয়ে গেছে জাফরানী ফুল
সৌরভে এই পৃথিবী হল অমলিন
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরু রমাদান
কাওসার পেয়ালায় ঢেউ এল ঢেউ
হৃদয়টা ধুয়ে নেবে আছো নাকি কেউ
নেমে এল অনুপম ক্ষমা আর প্রেম
রাইয়ান দরজার প্রীতি মোলায়েম
বুক জুড়ে বয়ে গেছে ফালগুনী সুর
গৌরবে দ্বিকে দ্বিকে খুশী সীমাহিন
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরু রমাদান
Sunday, 3 May 2020
আবার এলো রমজান
আবার এলো রমজান
আবার এলো রমজান
মুক্তির নিয়ে বারতা
শান্তির নিয়ে বারতা
মুবারক মাস রহমের মাস
মুবারক মাস রহমের মাস মহীয়ান
আবার এলো রমজান
আবার এলো রমজান
জীবনের যত পাপ
কালিমা মুছে দিয়ে
এনে দিতে লালিমা
সকলের তরে সেই সিয়ামের দান
সিয়ামের দান অফুরান
আবার এলো রমজান
আবার এলো রমজান
মানুষের সীমাহীন
বেদনা অসহ
জীবনের যাতনা
বুঝিবার তরে সেই সিয়ামের দান
সিয়ামের দান অফুরান
আবার এলো রমজান
আবার এলো রমজান
মুক্তির নিয়ে বারতা
শান্তির নিয়ে বারতা
মুবারক মাস রহমের মাস
মুবারক মাস রহমের মাস মহীয়ান
আবার এলো রমজান
আবার এলো রমজান
আবার এলো রমজান
মুক্তির নিয়ে বারতা
শান্তির নিয়ে বারতা
মুবারক মাস রহমের মাস
মুবারক মাস রহমের মাস মহীয়ান
আবার এলো রমজান
আবার এলো রমজান
জীবনের যত পাপ
কালিমা মুছে দিয়ে
এনে দিতে লালিমা
সকলের তরে সেই সিয়ামের দান
সিয়ামের দান অফুরান
আবার এলো রমজান
আবার এলো রমজান
মানুষের সীমাহীন
বেদনা অসহ
জীবনের যাতনা
বুঝিবার তরে সেই সিয়ামের দান
সিয়ামের দান অফুরান
আবার এলো রমজান
আবার এলো রমজান
মুক্তির নিয়ে বারতা
শান্তির নিয়ে বারতা
মুবারক মাস রহমের মাস
মুবারক মাস রহমের মাস মহীয়ান
আবার এলো রমজান
আবার এলো রমজান
মাহে রমজান এল বছর ঘুরে
মাহে রমজান এল বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে
রহমতেরই বাণী নিয়ে
মাগফেরাতের পায়গাম নিয়ে
এলো সবার মাঝে আবার ফিরে
গুনাহ মাফের এইতো সুযোগ
প্রভুর প্রিয় হবার এইতো সুযোগ
এই সুযোগে নাও গো তুমি
প্রভুর রঙে জীবন রঙিন করে
পাপী তাপী আয়রে ছুটে
প্রভুর রহম তোরা নেরে লুটে
পাহাড় সমান গোনাহর বোঝা
দেবেন রহিম সবই ক্ষমা করে
মাহে রমজান এল বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে
*সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা*
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে
রহমতেরই বাণী নিয়ে
মাগফেরাতের পায়গাম নিয়ে
এলো সবার মাঝে আবার ফিরে
গুনাহ মাফের এইতো সুযোগ
প্রভুর প্রিয় হবার এইতো সুযোগ
এই সুযোগে নাও গো তুমি
প্রভুর রঙে জীবন রঙিন করে
পাপী তাপী আয়রে ছুটে
প্রভুর রহম তোরা নেরে লুটে
পাহাড় সমান গোনাহর বোঝা
দেবেন রহিম সবই ক্ষমা করে
মাহে রমজান এল বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে
*সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা*
Saturday, 2 May 2020
যে কোন কাজ করো না ভাই
যে কোন কাজ করো না ভাই
যে কোন কাজ করো
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও
হোকনা সেটা পড়ালেখা
রঙের ভাষায় ছবি আঁকা
হোকনা সেটা সামান্য কাজ
কিংবা মহোত্তরও
যেথায় তুমি থাকনা ভাই
কাছে নয়তো দূরে
কাজের চিন্তা রাখবে মাথায়
মনের মুকুরে
হোকনা সেটা চড়ুইভাতি
খেলা নিয়ে মাতামাতি
হোকনা সেটা কাপড় কাঁচা
বাজার করাই ধরো
যে কোন কাজ করো
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও
হোকনা সেটা পড়ালেখা
রঙের ভাষায় ছবি আঁকা
হোকনা সেটা সামান্য কাজ
কিংবা মহোত্তরও
যেথায় তুমি থাকনা ভাই
কাছে নয়তো দূরে
কাজের চিন্তা রাখবে মাথায়
মনের মুকুরে
হোকনা সেটা চড়ুইভাতি
খেলা নিয়ে মাতামাতি
হোকনা সেটা কাপড় কাঁচা
বাজার করাই ধরো
আল্লাহকে যে পাইতে চায়
আল্লাহকে যে পাইতে চায়
হযরতকে ভালবেসে
আরশ কুর্সী লৌহ কালাম
না চাহিতেই পেয়েছে সে
হযরতকে ভালবেসে
রাসুল নামের রশি ধরে
যেতে হবে খোদার ঘরে,
নদী তরঙ্গে যে পড়েছে ভাই
দরিয়াতে সে আপনি মেশে
হযরতকে ভালবেসে
তর্ক করে দুঃখ ছাড়া
কি পেয়েছিস অবিশ্বাসী
কি পাওয়া যায় দেখনা বার এক
হযরতে মোর ভালবাসি
এই দুনিয়ার দিবা-রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী
তুই যা চাস তাই পাবি হেথা
আহমদ চান যদি হেসে
হযরতকে ভালবেসে
হযরতকে ভালবেসে
আরশ কুর্সী লৌহ কালাম
না চাহিতেই পেয়েছে সে
হযরতকে ভালবেসে
রাসুল নামের রশি ধরে
যেতে হবে খোদার ঘরে,
নদী তরঙ্গে যে পড়েছে ভাই
দরিয়াতে সে আপনি মেশে
হযরতকে ভালবেসে
তর্ক করে দুঃখ ছাড়া
কি পেয়েছিস অবিশ্বাসী
কি পাওয়া যায় দেখনা বার এক
হযরতে মোর ভালবাসি
এই দুনিয়ার দিবা-রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী
তুই যা চাস তাই পাবি হেথা
আহমদ চান যদি হেসে
হযরতকে ভালবেসে
মিনারের সুর কি শোন না?
মিনারের সুর কি শোন না?
সুপথের ডাক কি তুমি বোঝ না?
বাগানের ফুল কি তুমি দেখ না?
নাজাতের পথ কি তুমি খোঁজ না?
তুমি কি ভোরের আকাশ দেখ না?
তুমি কি দিনের প্রকাশ দেখ না?
তুমি কি রাত্রিনামা দেখ না?
তুমি কি সত্য মিথ্যা বোঝ না?
তুমি কি দেখতে চোখে পাও না?
তুমি কি বাতাস বুকে নাও না?
ভালোর বিজয় চাও কি তুমি?
তবে কেন হকের পথে জোছনা?
সুপথের ডাক কি তুমি বোঝ না?
বাগানের ফুল কি তুমি দেখ না?
নাজাতের পথ কি তুমি খোঁজ না?
তুমি কি ভোরের আকাশ দেখ না?
তুমি কি দিনের প্রকাশ দেখ না?
তুমি কি রাত্রিনামা দেখ না?
তুমি কি সত্য মিথ্যা বোঝ না?
তুমি কি দেখতে চোখে পাও না?
তুমি কি বাতাস বুকে নাও না?
ভালোর বিজয় চাও কি তুমি?
তবে কেন হকের পথে জোছনা?
Friday, 1 May 2020
মালিক তুমি জান্নাতে
মালিক তুমি জান্নাতে তোমার পাশে
একটা ঘর বানিয়ে দিও।
সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতিবেশি করে নিও।
যে দিন কেহ আসবেনা কারো কোন কাজে
যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে
পুলসেরাত পার হতে গিয়ে
পিছলে যাবে কত পথিক
আবার কেহ পূন্য নিয়ে
পার হয়ে যাবে ঠিক-ঠিক
সে মহাদিনে মহাক্ষণে
পার করে তুমি দিও।
তুমি দিও হাউজে কাউছারের পাশে স্থান
দিও তুমি শীতল আরশের নিচে সম্মান
প্রিয় রাসূলের, প্রিয় উম্মাত
উতরে যাবে এই মহাবিচার
পরম আনন্দে-জান্নাতে
সাজাবে নব সংসার
সে মহা আনন্দে-জান্নাতে
নবীর পাশে জায়গা দিও
একটা ঘর বানিয়ে দিও।
সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতিবেশি করে নিও।
যে দিন কেহ আসবেনা কারো কোন কাজে
যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে
পুলসেরাত পার হতে গিয়ে
পিছলে যাবে কত পথিক
আবার কেহ পূন্য নিয়ে
পার হয়ে যাবে ঠিক-ঠিক
সে মহাদিনে মহাক্ষণে
পার করে তুমি দিও।
তুমি দিও হাউজে কাউছারের পাশে স্থান
দিও তুমি শীতল আরশের নিচে সম্মান
প্রিয় রাসূলের, প্রিয় উম্মাত
উতরে যাবে এই মহাবিচার
পরম আনন্দে-জান্নাতে
সাজাবে নব সংসার
সে মহা আনন্দে-জান্নাতে
নবীর পাশে জায়গা দিও
সোনার পাখিরা একে একে উড়ে যায়
কথা- কবি গোলাম মোহাম্মদ
সুর ও শিল্পী- মশিউর রহমান
সোনার পাখিরা একে একে উড়ে যায়
ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন
নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ
বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদন আহা
পাখিরা ফুলের মত মোহন পালক
নির্মল জোছনার মিষ্টি আলোক
হৃদয় নিলো ওরা পূর্ণের ধন আহা
পাখিরা উড়ে যায় সুভাসিতো জোছনার দেশে
পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে
ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে
কি সুবাস মধুময় সকল কাজে
শাহাদাত বেছে নেয় সাহসী যে জন আহা
সুর ও শিল্পী- মশিউর রহমান
সোনার পাখিরা একে একে উড়ে যায়
ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন
নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ
বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদন আহা
পাখিরা ফুলের মত মোহন পালক
নির্মল জোছনার মিষ্টি আলোক
হৃদয় নিলো ওরা পূর্ণের ধন আহা
পাখিরা উড়ে যায় সুভাসিতো জোছনার দেশে
পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে
ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে
কি সুবাস মধুময় সকল কাজে
শাহাদাত বেছে নেয় সাহসী যে জন আহা
Subscribe to:
Posts (Atom)