ইসলামী সঙ্গীত লিরিক্স

Monday, 4 May 2020

আকাশের কোল জুড়ে এক ফালি চাঁদ

আকাশের কোল জুড়ে এক ফালি চাঁদ
নিয়ে এলো পৃথিবীর সেরা সংবাদ।
কিয়ামের রাত এলো সিয়ামের দিন
মুছে দিতে জীবনের অগনিত ঋণ।
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরুম রমাদান

খুলে গেছে অনাবিল রহমের দ্বার
মুমীনের ঘরে ঘরে এল উপহার
ভুলগুলো হয়ে গেছে জাফরানী ফুল
সৌরভে এই পৃথিবী হল অমলিন
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরু রমাদান

কাওসার পেয়ালায় ঢেউ এল ঢেউ
হৃদয়টা ধুয়ে নেবে আছো নাকি কেউ
নেমে এল অনুপম ক্ষমা আর প্রেম
রাইয়ান দরজার প্রীতি মোলায়েম
বুক জুড়ে বয়ে গেছে ফালগুনী সুর
গৌরবে দ্বিকে দ্বিকে খুশী সীমাহিন
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরু রমাদান

No comments:

Post a Comment