যে কোন কাজ করো না ভাই
যে কোন কাজ করো
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও
হোকনা সেটা পড়ালেখা
রঙের ভাষায় ছবি আঁকা
হোকনা সেটা সামান্য কাজ
কিংবা মহোত্তরও
যেথায় তুমি থাকনা ভাই
কাছে নয়তো দূরে
কাজের চিন্তা রাখবে মাথায়
মনের মুকুরে
হোকনা সেটা চড়ুইভাতি
খেলা নিয়ে মাতামাতি
হোকনা সেটা কাপড় কাঁচা
বাজার করাই ধরো
No comments:
Post a Comment