ইসলামী সঙ্গীত লিরিক্স

Wednesday, 6 May 2020

হৃদয়ে রমজান

কথা ও সুর:
তাফাজ্জাল হোসাইন খান

আহলান সাহলান মাহে রমজান
আল-কোরানের মাস এসেছে জাগরে মুসলমান
হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান।

মাগফিরাতের মাস এসেছে, এসেছে তোর দরজায়
সব কালিমা ফেল দূয়ে ফেল রহমতের দরিয়ায়
চোখের জলে তাওবা করলে
নাজাত দিবেন রহমান।

কোরান পড়ো হাদীস জানো যত পার এই মাসে
শাফায়ত করিবে কোরআন কেউ রবে না যখন পাশে।

হয়ত সময় মিলবেনা ফের দু'দিনের এই জীবনে
আরাম-আয়েশ যাও ভুলে যাও ফসল তুলো যতনে
রোজ হাশরে বিচার দিনে
পাবি তারি প্রতিদান।

No comments:

Post a Comment