মালিক তুমি জান্নাতে তোমার পাশে
একটা ঘর বানিয়ে দিও।
সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতিবেশি করে নিও।
যে দিন কেহ আসবেনা কারো কোন কাজে
যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে
পুলসেরাত পার হতে গিয়ে
পিছলে যাবে কত পথিক
আবার কেহ পূন্য নিয়ে
পার হয়ে যাবে ঠিক-ঠিক
সে মহাদিনে মহাক্ষণে
পার করে তুমি দিও।
তুমি দিও হাউজে কাউছারের পাশে স্থান
দিও তুমি শীতল আরশের নিচে সম্মান
প্রিয় রাসূলের, প্রিয় উম্মাত
উতরে যাবে এই মহাবিচার
পরম আনন্দে-জান্নাতে
সাজাবে নব সংসার
সে মহা আনন্দে-জান্নাতে
নবীর পাশে জায়গা দিও
one of the best islamic song. mashallah!
ReplyDeletemd al amin
ReplyDeleteJust mind blowing awesome fantastic MARVELLOUS song
ReplyDeleteসেরা অর্জন
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDelete