ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 2 May 2020

আল্লাহকে যে পাইতে চায়

আল্লাহকে যে পাইতে চায়
হযরতকে ভালবেসে
আরশ কুর্সী লৌহ কালাম
না চাহিতেই পেয়েছে সে
হযরতকে ভালবেসে

রাসুল নামের রশি ধরে
যেতে হবে খোদার ঘরে,
নদী তরঙ্গে যে পড়েছে ভাই
দরিয়াতে সে আপনি মেশে
হযরতকে ভালবেসে

তর্ক করে দুঃখ ছাড়া
কি পেয়েছিস অবিশ্বাসী
কি পাওয়া যায় দেখনা বার এক
হযরতে মোর ভালবাসি

এই দুনিয়ার দিবা-রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী
তুই যা চাস তাই পাবি হেথা
আহমদ চান যদি হেসে
হযরতকে ভালবেসে



No comments:

Post a Comment