ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 3 May 2020

মাহে রমজান এল বছর ঘুরে

মাহে রমজান এল বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে

রহমতেরই বাণী নিয়ে
মাগফেরাতের পায়গাম নিয়ে
এলো সবার মাঝে আবার ফিরে

গুনাহ মাফের এইতো সুযোগ
প্রভুর প্রিয় হবার এইতো সুযোগ
এই সুযোগে নাও গো তুমি
প্রভুর রঙে জীবন রঙিন করে

পাপী তাপী আয়রে ছুটে
প্রভুর রহম তোরা নেরে লুটে
পাহাড় সমান গোনাহর বোঝা
দেবেন রহিম সবই ক্ষমা করে

মাহে রমজান এল বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে

*সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা*


1 comment:

  1. এই গানের লিখক এবং সুকার কে?

    ReplyDelete