আবার এলো রমজান
আবার এলো রমজান
মুক্তির নিয়ে বারতা
শান্তির নিয়ে বারতা
মুবারক মাস রহমের মাস
মুবারক মাস রহমের মাস মহীয়ান
আবার এলো রমজান
আবার এলো রমজান
জীবনের যত পাপ
কালিমা মুছে দিয়ে
এনে দিতে লালিমা
সকলের তরে সেই সিয়ামের দান
সিয়ামের দান অফুরান
আবার এলো রমজান
আবার এলো রমজান
মানুষের সীমাহীন
বেদনা অসহ
জীবনের যাতনা
বুঝিবার তরে সেই সিয়ামের দান
সিয়ামের দান অফুরান
আবার এলো রমজান
আবার এলো রমজান
মুক্তির নিয়ে বারতা
শান্তির নিয়ে বারতা
মুবারক মাস রহমের মাস
মুবারক মাস রহমের মাস মহীয়ান
আবার এলো রমজান
আবার এলো রমজান
No comments:
Post a Comment