ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday 1 March 2011

এল যে মোহাম্মদ

কুল মখলুকাতের জুলমত ভেদি
এল যে মোহাম্মদ
বেহেশতি রওশন ছড়ায়ে
মোস্তফা আহমদ।।

তাঁর পূন্যের জ্যোতি পড়ে যে ছড়ায়ে
গিরি দরি বন ভূবন ভরায়ে
হেসে ওঠে যত পাপী তাপী আর
সন্তাপী উম্মত।।

দরুদ সবার কন্ঠে কন্ঠে
সুধাসম পড়ে ঝরে
সাল্লাল্লাহু মোস্তফা বলে
হৃদয় যে ওঠে ভরে।।

তাঁর মধুনাম যার কানে গেল
তকবির বলে দিওয়ানা সে হল
সওয়ারের শত পাঁপড়ি যেন গো
মেলে দিল কোকনদ।।

-মোহাম্মদ মনিরুজ্জামান-

No comments:

Post a Comment