ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday 1 March 2011

আমার নবীর তরীক

আমার নবীর তরীক সহজ সরল সবার চেয়ে;
তাই সে নবীর পাক পয়গাম ফেলছে জগৎ ছেয়ে।

সে পাক পথে চলবি কে ভাই,
আয় না নতুন জীবন জাগাই,
মরুর বুকে অমৃতের ঐ ঝর্ণা ধারায় নেয়ে।।

হর কদমে জীবন সেথায়
চরন তথায় সৎপথে ধায়
কন্ঠ আমার প্রান পেতে চায় ঐ পথে গান গেয়ে।।

দীনের নামে সেই যেথা ভাই,
অন্ধ- সংস্কারের বালাই
বুদ্ধি চলে সামনে সেথা প্রেমের তরী বেয়ে।।

এক সেথা ভাই দিমাগ ও দিল
কাজে কথায় নেইক অমিল
এক মাবুদের বিশ্বাসে নেয় জীবনটাকে ছেয়ে।।

-মুহাম্মদ আবুবকর-

No comments:

Post a Comment