ইসলামী সঙ্গীত লিরিক্স

Friday 4 March 2011

তোরা যারে মরণ বলিস

তোরা যারে মরণ বলিস
মরণ সেতো নয়
ঐ মরণে সাঁঝের বেলায়
আরেক সূর্যদয়।।

সেই সূর্যের রশ্মির ছটায়
গাফেল দিলের চোখ খুলে যায়
কবর হাশর সকল খানে
আলোয় আলোকময়।।

এই জীবন শেষ হলে যে আরেক জীবন শুরু
মরুদ্যানের পাবে দেখা পার হলে এ মরু।

মরণ দুয়ার খুলবে যখন
আরেক জগত দেখবে তখন
সেই জগতে যেতে করো
পূণ্যের সঞ্চয়।।

-ডাঃ মোর্শেদ আলী-

No comments:

Post a Comment