ইসলামী সঙ্গীত লিরিক্স

Wednesday 2 March 2011

আমাদের সংগ্রাম চলবে

আমাদের সংগ্রাম চলবে,
সত্যের সংগ্রাম চলবে,
শান্তির সংগ্রাম চলবে,
সংগ্রাম সংগ্রাম চলবে
আমাদের সংগ্রাম চলবে।।

দুনিয়ার দিকে দিকে তৌহিদ শান্ত্রী
জাগছে আজ পুনঃ জাগছে
কান পেতে শোন রে বিপ্লবী নবী ঐ
মদীনার পানে তোরে ডাকছে
আয় সত্যের তরে আজ লড়তে
আয় জুলুমের অবসান করতে
আয় আল্লার ফৌ জরা আয়রে
দীন আজ কুরবানী চায়রে।।

নাই নাই শঙ্কা, বাজে রণ ডংকা
দুনিয়ার দিকে দিকে দিনের মশাল পুনঃ জ্বলবে।।

মুমিনের বক্ষে আল্লার শক্তি
ফেরেশতা সহকারী সৈন্য
নির্দেশ মানে তার অবনত মস্তকে
জানোয়ার হিংস্র ও বন্য
ইঙ্গিত থেমে যায় লেলিহান অগ্নি
উত্তাল বারিধির নৃত্য
সমগ্র সৃষ্টি আল্লাহর ফৌজের
আদেশ পালঙ্কারী ভৃত্য
বিজয়- মুঠায় তার যদি না চরণ ঐ
আল্লার দীন থেকে টলবে।

ইউরোপে, এশিয়ায়, আমেরিকা রাশিয়ায়
শান্তির তরে আজ হাহাকার
যান্ত্রিক সভ্যতা, পশুবাদী মতবাদ
কেড়ে নিছে শান্তি দুনিয়ার
সভ্যতা নামী ঐ স্টীম রোলারের
তলে পড়ে মানবতা কাতরায়
বারুদের স্তুপ আজকের বিশ্ব
চারদিকে দানবেরা গর্জায়
আর নয় হিরোশিমা- চলো আল্লার রাহে
শান্তির ফলে তবে ফলবে।।
আমাদের সংগ্রাম চলবে।।

-মুহাম্মদ রূহুল আমীন খান-

No comments:

Post a Comment