ইসলামী সঙ্গীত লিরিক্স

Wednesday 2 March 2011

বৃদ্ধা এক চলেছে একা

বৃদ্ধা এক চলেছে একা
মরুর সে পথ ধরে
বোঝার ভারে শীর্ণ দেহ
একটু নুয়ে পড়ে।।

পথিক সে এক কাছে এসে
বোচকা নিলো পৃষ্ঠ দেশে
পৌঁছে দিবে গাঠোরী তার
দূর- দুরান্তরে।।

কেঁদে কেঁদে কয় সে বুড়ি
আপন সমাচার
মোহাম্মদ এক দেশে এলো
দুষ্ট দুরাচার
তার ভয়ে সে সকল ছেড়ে
চলছে দেশান্তরে।।

মৃদু হেসে পথিক সে কয়
যা'কে তোমার এতই ভয়
সেইতো আমি; চলো তোমায়
পৌঁছে দিব ঘরে।।

বুড়ি বলে ওরে মানিক
আয় বুকে আয় একটু খানিক
সত্যি তুই মহা মানিব
রাসুল ধরার পরে।।

- সাবির আহমেদ চৌধুরী-

No comments:

Post a Comment