বীর মুসলমান ধরো আল কোরান
ফিরায়ে আনো সেই হারানো সন্মান।।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার
তোল তাকবীর ধ্বনি ধরায় আরেকবার।।
যেই আওয়াজ শুনে ওরে মুসলমান
ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান
দাওরে সেই হুংকার করো তোলপাড়
পাপ দুনিয়া ভেঙ্গে করোরে চুরমার।।
যেই ঈমান বলে হয়ে বলীয়ান
শাসন করেছিলি দুনিয়া জাহান
সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার
পাপ দুনিয়া ভেঙ্গে করোরে চুরমার।।
-আবুল কাশেম-
সেই গজল
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDelete