ইসলামী সঙ্গীত লিরিক্স

Wednesday 2 March 2011

মোদের নবী বিশ্বনবী

মোদের নবী বিশ্বনবী শ্রেষ্ঠ দুনিয়ার
স্বয়ং খোদা বিশ্বপতি আশিক হল তাঁর।

তাঁর পরশে মূর্তি- পূজার আঁধার হল দূর
জ্বলল দিকে দিকে উজ্জ্বল তৌহিদেরি নূর
মিটে গেল সব নাদানী
মিটল সকল পেরেশানী
দূর হল সব বে- ইনসাফী জুলুম অবিচার।।

এল রাসুল মানবতার মুক্তি সনদ নিয়ে
গড়ল ধরায় ভ্রাতৃ সমাজ মহান তালীম দিয়ে
ছিল যারা নিপীড়িত
ছিল চরম ভাগ্যহত
পেল তারা সবার সমান বাঁচার অধিকার।।

নাইক গতি এই দুনিয়ায় তার তরীকা বিনে
নাইক নাজাত তিনি ছাড়া কঠিন হাশর দিনে
আরজু দিলের এই অভাগার
শোন হে পরোয়ারদিগার
মরন কালে পেয়ারা নবীর পাই যেন দিদার।।

-মুহাম্মদ রূহুল আমীন খান-

No comments:

Post a Comment