ইসলামী সঙ্গীত লিরিক্স

Wednesday 2 March 2011

মুয়াজ্জীনের কন্ঠে ভেসে

মোয়াজ্জিনের কন্ঠে ভেসে
উঠছে ধ্বনি আজানের
মুসল্লী ভাই নামাজে যাও
সময় এখন নামাজের।।

নামাজেতে দাঁড়াবে যে আগে
পুন্য বেশী পায় সে ভাগে
সবার লাগি নামাজ ফরজ
নির্দেশ এযে কোরানের।।

নামাজকেই জেনো সবাই
বেহেস্তের সেই কুঞ্জী
নামাজ পড়ে জোগার করো
পরকালের পুঞ্জী।।

বান্দা যখন সেজদা করে
ক্ষমা চায় তার পাপের তবে
আল্লা তখন আরশ থেকে
ঢালেন বারি রহমের।।

-সাবির আহমেদ চোউধুরী-

No comments:

Post a Comment