ইসলামী সঙ্গীত লিরিক্স

Wednesday 2 March 2011

একটি মানুষ খুন করিলে

একটি মানুষ খুন করিলে
খুন করা হয় কুল মানব
একটি জীবন বাঁচালে হয়
রক্ষা করা জীবন সব।।

আল্লার এই মহান বাণী
আমরা কি আজ কেউ তা মানি
নেই ধরণির শান্তি কোথাও
তাইতো শুনি হত্যা রব।।

রক্ত নেশায় মত্ত সবাই
সৃষ্টি বুঝি হয় যে শেষ
নেই মানুষের চিত্তে এখন
মানবতার চিহ্ন লেশ।।

শ্রেষ্ঠ যখন মানুষ ধরায়
তার কাজে সে নজীর কোথায়
স্বার্থ নিয়ে রক্ত ঝরার
চলছে কেন এই আহব।।

- সাবির আহমেদ চৌধুরী-

No comments:

Post a Comment