ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 5 March 2011

শরতের কোমলতা দেখেছ ঘাতক

শরতের কোমলতা দেখেছ ঘাতক
চৈত্রের দাবদাহ দেখনি
শিকলে বাঁধা বাঘ দেখেছ তুমি
হিংস্র নখর তার দেখনি।।

বুক ভেঙ্গে বারবার ভেবেছ
এ'বুকে বুঝি নেই কোন প্রতিরোধ
আর ঘরভেঙ্গে কড়কুটো করেছো
তবুও বুঝি নেয়নি নেয়নি তারা প্রতিশোধ
তাগুতের বিষদাঁত ভাংবে ওরা (জেনে)
শপথের দৃঢ়তা দেখনি।।

যাতনার বিষ ঢেলে ভেবেছো
মরে গ্যাছে ভোরেরই পাখীরা
আর বারুদের গোলা ছুঁড়ে দেকেহছো
তো থামেনি থামেনিতো সত্যের সাথীরা
চলছে চলবে ওরা নির্ভয়ে সমুখে
শাহাদাত কামনা দেখনি।।

-এম শামসুজ্জামান-

No comments:

Post a Comment