ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday, 19 January 2021

নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা

নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তাওফিক দাও আলোয় দীপ্ত করো নয়ন আমার ভোরের বিভায় ভরো এ মন আমার তবু অচেনার যত পর্দা সরাও।
যে জানেনা তোমাকে সে জানেনা কিছুই জানেনা সে জীবনের অথৈ মানে যে মানেনা তোমাকে সে মানেনা কিছুই গভীর আঁধার তারে সতত টানে বাসে না সে ভালো এই তামাম জাহান কোন প্রাণ তার কাছে পায় নাকো দাম অভিশাপ দেয় তারে কালের খরা।
সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারেনা ওগো পথের মালিক মনের ভ্রান্তি যতো তুমি ছাড়া কেউ আর মুছাতে পারেনা ওগো মহান খালিক।
দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার বে সাথী করায় বড় যোগ্যতর নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই বস্তুই সব তার লক্ষ্য জড় স্বদেশের ব্যাথা তারে করে না কাতর বিবেকের ঘরে তার শুধুই পাথর কি যে কি বোঝে না আহা বোঝেনা সে তা

কথাঃমতিউর রহমান মল্লিক সুরঃ মশিউর রহমান শিল্পী: নওশাদ মাহফুজ

নিঃশ্বাসে নিঃশ্বাসে

নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে মেপোনা আমায় প্রভু . . . গোপনে ক্ষমা করে দিও তুমি । তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাওনা, তুমিতো হে খোদা বরং তোমারে যে মানে কিবা না মানে সবাই তোমার আলো সমিরণ পায় সদা বাচেনা এই জগতে তোমার করুণা ছাড়া একটি মূহুর্ত কোন প্রাণী । আমার এই ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিওনা হে রহমান আমি অসহায় ধরোনা পরপারে আমার জীবনে দিওনা কোন বিপদ কিংবা অপমান দুঃখ গ্লানি ।


কথা ও সুর: মাহফুজ বিল্লাহ্ শাহী কণ্ঠ: নওশাদ মাহফুজ

Saturday, 16 January 2021

আমার মন পাখিটা যায়রে উড়ে যায়

আমার মন পাখিটা যায়রে উড়ে যায়
ধানশালিকের গাঁয়, যায়রে উড়ে যায়
নাটা বনের চোরা কাঁটা ডেকেছে আমায়

আমি যখন যেথা থাকি
হৃদয় ভরা স্বপন হয়ে
বাঁধন হয়ে আপ হয়ে
জড়িয়ে থাকি বাংলাদেশের ভালবাসার রাখি

আহা কাজল দীঘি দীঘল আঁখি
বুকের ভিতর পাপড়ি মেলে চায়
নাটা বনের চোরা কাঁটা ডেকেছে আমায়
নাটা বনের চোরা কাঁটা ডেকেছে আমায়

আমি কেমন করে ভুলি
শিশির মাঠের শ্যামল খাতায়
বেতস লতায় চিরল পাতায়
জড়িয়ে থাকা দূর্বা সবুজ কিশোরী দিনগুলি

আহা মটর শুটি, কোমল স্মৃতি
সজল হয়ে ঘিরলো দুটি পায়
নাটা বনের চোরা কাঁটা ডেকেছে আমায়
নাটা বনের চোরা কাঁটা ডেকেছে আমায়