ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 26 December 2020

মাছরাঙ্গা দেখেছো কি রঙ্গিন ডানা

মাছরাঙ্গা দেখেছো কি রঙ্গিন ডানা ?
উড়ে উড়ে রঙ্গিন ডানা মেলে। 
কিছুক্ষণ তাক করে পড়ে জলে 
ঝপ করে একটি করে মাছ ধরে ফেলে। 

তুমিও ঠিক তেমনি করে 
একটি করে পাপ ধরে ধরে 
ছুঁড়ে ফেলো অনেক দূরে 
পাপের বোঝা ভারী হয়ে গেলে। 

মনের কোনে যদি শয়তানী সুর 
রিনিঝিনি রিনিঝিনি বাজায় নুপুর, 

বাবুই পাখির মতো জোনাকী ধরো
দেখবে আলোয় ভোরে গেছে মনপুর। 

কাকের মতো করে ময়লা কুড়াও 
জীবন থেকে সেসব উড়াও উড়াও। 
সজীব সতেজ হবে মনের যমিন 
ঐশী বাতি যদি দাওগো জ্বেলে।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
শিল্পী: জাইমা নূর

Tuesday 22 December 2020

বিপদে মুসিবতে

বিপদে মুসিবতে সহায়তা কর তুমি 
দুঃখ বেদনায় শান্তনাও তুমি 
হারানোর ব্যাথা যদি ঘিরে ধরে আমাকে 
আল্লাহ......... 
তুমি তখন এসে, গভীর ভালোবেসে
কমিয়ে দিও ব্যাথার পাল্লা

একটি জীবনে মা-বাবা ভাই-বোন
থাকে আরো কত প্রিয় আপনজন 
কাউকে হারানোর ব্যাথায় কাঁদি যদি 
আল্লাহ.......... 
রহমও ধারায় ভিজে, স্মরণ করি তোমায় 
জাল্লা শানুহু জাল্লা 

নিঃস্ব অসহায় মানুষ যারা 
তোমার রহম ধারায়, পাগল তারা 
জীবনের একদিকে আনন্দ খুশির গান 
অন্য দিকে দুঃখ কান্না ব্যাথার তান 
আনন্দঘন ক্ষনে ভুলে তোমাকে 
আল্লাহ......... 

ব্যাথার প্রদীপ জ্বেলে, তোমার নাম জপি 
জাল্লা শানুহু জাল্লা 

শিল্পী : দিদারুল ইসলাম 
কথা ও সুর : আবুল আলা মাসুম

Wednesday 4 November 2020

হাজারও ব্যাথা বেদনার পরে

হাজারও ব্যাথা বেদনার পরে

ফিরে আসনি তুমি আপন ঘরে

দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে

চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে


হে রাসূল....

তোমাকে ভুলি আমি কেমন করে 


খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে

নিজেকে দিয়েছো বিলিয়ে

তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো

দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে 


পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে

সারা শরীর থেকে রক্ত ঝরে


হে রাসূল....

তোমাকে ভুলি আমি কেমন করে 


হেরার গুহায় তোমারই ধ্যান

আসমান থেকে নামে আল-কোরআন 

ভাঙ্গল সবার ভুল তোমারই পরে

আসলো কোরআনের ছায়াতলে

খালিদ উমর আলী আবু বকর

ইসলামী ঝান্ডা নিল যে তুলে 


আল-আমিন তুমি ছিলে যে সদা

সকল মানুষের তরে

হে রাসূল....

তোমাকে ভুলি আমি কেমন করে 


হাজারও ব্যাথা বেদনার পরে

ফিরে আসনি তুমি আপন ঘরে

দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে

চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে


হে রাসূল....

তোমাকে ভুলি আমি কেমন করে 

Sunday 25 October 2020

আমি চাঁদকে বলি তুমি

আমি চাঁদকে বলি তুমি
গীতিকারঃ কবির আল মামুন
 সুরকারঃ মাহফুজ মামুন

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও  
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
 আমার মায়ের মত
 মা যে আমার সবার সেরা
 অনন্ত কাল অবিরত।। 

 হীরা নাকি শুনি সবচে দামি
 সারাক্ষণ করে ঝলমল
 তাহার চেয়ে অধিক দামি
 আমার মায়ের আঁচল
 মাকে ছেড়ে চাই না আমি
 হিরা মানিক কত শত।। 

 আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও
 আমার মায়ের মত 
 আমি গোলাপ কে বলি তুমি মিষ্টি নও
 আমার মায়ের মত।
 
মা যে হলো প্রেম মমতায়
বিধাতার সেরা উপমা
হয় না কভূ মায়ের সাথে 
অন্য কারো তুলনা 
মার পরশে যায় যে মুছে
ব্যাথাও বেদনা যত।। 

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও  
আমার মায়ের মত  
গোলাপ কে বলি তুমি মিষ্টি নও 
আমার মায়ের মত।।

Wednesday 6 May 2020

হৃদয়ে রমজান

কথা ও সুর:
তাফাজ্জাল হোসাইন খান

আহলান সাহলান মাহে রমজান
আল-কোরানের মাস এসেছে জাগরে মুসলমান
হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান।

মাগফিরাতের মাস এসেছে, এসেছে তোর দরজায়
সব কালিমা ফেল দূয়ে ফেল রহমতের দরিয়ায়
চোখের জলে তাওবা করলে
নাজাত দিবেন রহমান।

কোরান পড়ো হাদীস জানো যত পার এই মাসে
শাফায়ত করিবে কোরআন কেউ রবে না যখন পাশে।

হয়ত সময় মিলবেনা ফের দু'দিনের এই জীবনে
আরাম-আয়েশ যাও ভুলে যাও ফসল তুলো যতনে
রোজ হাশরে বিচার দিনে
পাবি তারি প্রতিদান।

Monday 4 May 2020

আকাশের কোল জুড়ে এক ফালি চাঁদ

আকাশের কোল জুড়ে এক ফালি চাঁদ
নিয়ে এলো পৃথিবীর সেরা সংবাদ।
কিয়ামের রাত এলো সিয়ামের দিন
মুছে দিতে জীবনের অগনিত ঋণ।
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরুম রমাদান

খুলে গেছে অনাবিল রহমের দ্বার
মুমীনের ঘরে ঘরে এল উপহার
ভুলগুলো হয়ে গেছে জাফরানী ফুল
সৌরভে এই পৃথিবী হল অমলিন
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরু রমাদান

কাওসার পেয়ালায় ঢেউ এল ঢেউ
হৃদয়টা ধুয়ে নেবে আছো নাকি কেউ
নেমে এল অনুপম ক্ষমা আর প্রেম
রাইয়ান দরজার প্রীতি মোলায়েম
বুক জুড়ে বয়ে গেছে ফালগুনী সুর
গৌরবে দ্বিকে দ্বিকে খুশী সীমাহিন
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরু রমাদান

Sunday 3 May 2020

আবার এলো রমজান

আবার এলো রমজান
আবার এলো রমজান
মুক্তির নিয়ে বারতা
শান্তির নিয়ে বারতা

মুবারক মাস রহমের মাস
মুবারক মাস রহমের মাস মহীয়ান
আবার এলো রমজান
আবার এলো রমজান

জীবনের যত পাপ
কালিমা মুছে দিয়ে
এনে দিতে লালিমা
সকলের তরে সেই সিয়ামের দান
সিয়ামের দান অফুরান

আবার এলো রমজান
আবার এলো রমজান

মানুষের সীমাহীন
বেদনা অসহ
জীবনের যাতনা
বুঝিবার তরে সেই সিয়ামের দান
সিয়ামের দান অফুরান

আবার এলো রমজান
আবার এলো রমজান
মুক্তির নিয়ে বারতা
শান্তির নিয়ে বারতা

মুবারক মাস রহমের মাস
মুবারক মাস রহমের মাস মহীয়ান
আবার এলো রমজান
আবার এলো রমজান

মাহে রমজান এল বছর ঘুরে

মাহে রমজান এল বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে

রহমতেরই বাণী নিয়ে
মাগফেরাতের পায়গাম নিয়ে
এলো সবার মাঝে আবার ফিরে

গুনাহ মাফের এইতো সুযোগ
প্রভুর প্রিয় হবার এইতো সুযোগ
এই সুযোগে নাও গো তুমি
প্রভুর রঙে জীবন রঙিন করে

পাপী তাপী আয়রে ছুটে
প্রভুর রহম তোরা নেরে লুটে
পাহাড় সমান গোনাহর বোঝা
দেবেন রহিম সবই ক্ষমা করে

মাহে রমজান এল বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে

*সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা*


Saturday 2 May 2020

যে কোন কাজ করো না ভাই

যে কোন কাজ করো না ভাই
যে কোন কাজ করো
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও

হোকনা সেটা পড়ালেখা
রঙের ভাষায় ছবি আঁকা
হোকনা সেটা সামান্য কাজ
কিংবা মহোত্তরও

যেথায় তুমি থাকনা ভাই
কাছে নয়তো দূরে
কাজের চিন্তা রাখবে মাথায়
মনের মুকুরে

হোকনা সেটা চড়ুইভাতি
খেলা নিয়ে মাতামাতি
হোকনা সেটা কাপড় কাঁচা
বাজার করাই ধরো

আল্লাহকে যে পাইতে চায়

আল্লাহকে যে পাইতে চায়
হযরতকে ভালবেসে
আরশ কুর্সী লৌহ কালাম
না চাহিতেই পেয়েছে সে
হযরতকে ভালবেসে

রাসুল নামের রশি ধরে
যেতে হবে খোদার ঘরে,
নদী তরঙ্গে যে পড়েছে ভাই
দরিয়াতে সে আপনি মেশে
হযরতকে ভালবেসে

তর্ক করে দুঃখ ছাড়া
কি পেয়েছিস অবিশ্বাসী
কি পাওয়া যায় দেখনা বার এক
হযরতে মোর ভালবাসি

এই দুনিয়ার দিবা-রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী
তুই যা চাস তাই পাবি হেথা
আহমদ চান যদি হেসে
হযরতকে ভালবেসে



মিনারের সুর কি শোন না?

মিনারের সুর কি শোন না?
সুপথের ডাক কি তুমি বোঝ না?
বাগানের ফুল কি তুমি দেখ না?
নাজাতের পথ কি তুমি খোঁজ না?

তুমি কি ভোরের আকাশ দেখ না?
তুমি কি দিনের প্রকাশ দেখ না?
তুমি কি রাত্রিনামা দেখ না?
তুমি কি সত্য মিথ্যা বোঝ না?

তুমি কি দেখতে চোখে পাও না?
তুমি কি বাতাস বুকে নাও না?
ভালোর বিজয় চাও কি তুমি?
তবে কেন হকের পথে জোছনা?

Friday 1 May 2020

মালিক তুমি জান্নাতে

মালিক তুমি জান্নাতে তোমার পাশে
একটা ঘর বানিয়ে দিও।
সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতিবেশি করে নিও।

যে দিন কেহ আসবেনা কারো কোন কাজে
যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে
পুলসেরাত পার হতে গিয়ে
পিছলে যাবে কত পথিক
আবার কেহ পূন্য নিয়ে
পার হয়ে যাবে ঠিক-ঠিক
সে মহাদিনে মহাক্ষণে
পার করে তুমি দিও।

তুমি দিও হাউজে কাউছারের পাশে স্থান
দিও তুমি শীতল আরশের নিচে সম্মান
প্রিয় রাসূলের, প্রিয় উম্মাত
উতরে যাবে এই মহাবিচার
পরম আনন্দে-জান্নাতে
সাজাবে নব সংসার
সে মহা আনন্দে-জান্নাতে
নবীর পাশে জায়গা দিও

সোনার পাখিরা একে একে উড়ে যায়

কথা- কবি গোলাম মোহাম্মদ
সুর ও শিল্পী- মশিউর রহমান


সোনার পাখিরা একে একে উড়ে যায়
ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন
নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ
বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদন আহা

পাখিরা ফুলের মত মোহন পালক
নির্মল জোছনার মিষ্টি আলোক
হৃদয় নিলো ওরা পূর্ণের ধন আহা

পাখিরা উড়ে যায় সুভাসিতো জোছনার দেশে
পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে

ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে
কি সুবাস মধুময় সকল কাজে
শাহাদাত বেছে নেয় সাহসী যে জন আহা