ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday 1 March 2011

নূরের দরিয়ায় সিনান করিয়া

নূরের দরিয়ায় সিনান করিয়া
কে এলো মক্কায় আমিনার কোলে।
ফাগুন পূর্ণিমা- নিশীথে যেমন
আসমানের কোলে রাঙ্গা চাঁদ দোলে।।

কে এলো কে এলো গাহে কোয়েলিয়া,
পাপিয়া বুলবুল উঠিল মাতিয়া,
গ্রহ তারা ঝুঁকে করিছে কুর্নিশ,
হুরপরী হেসে পড়িছে ঢলে।।

জান্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে
ফেরেশতা আম্বিয়া এসেছে ধেয়ে
তহরীমা বেঁধে ঘোরে দরুদ গেয়ে
দুনিয়া টলমল, খোদার আরশ টলে।।

এল রে চির- চাওয়া, এল আখেরী- নবী
সৈয়দে মক্কী মাদানী আল আরাবী,
নাজেল হয়ে সে যে ইয়াকুত- রাঙ্গা ঠোঁটে
শাহাদাতের বাণী আধো আধো বোলে।।

-কাজী নজরুল ইসলাম-

4 comments:

  1. এমন প্রকৃতি কবি আর হবে কি ?

    ReplyDelete
    Replies
    1. আপনি ত সেই কবি

      Delete
    2. কবির কবি। আপনার মত কবি কি আর হয়? হতেই পারে না! অতি অসম্ভব।!"প্রকৃত কবি আর হবে কি"এমন প্রশ্ন কিকের করে

      Delete