ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 5 March 2011

যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়

যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়
এঁকেছি সে ফুল মোরা
মনের ওই কাবায়।।

হাবীবে খোদা তিনি নবী কামলিওয়ালা,
তাঁরই ছোঁইয়াতে আজো দুনিয়া উজালা,
তাঁরই বিরহে দু'চোখ
অশ্রু ঝরায়।।

গাহে গুণগান যার খোদ খোদাতায়ালা,
কবি- আকবি গাঁথে শত সুরমালা,
ঝরে ধারা অবিরত
কভু না ফুরায়।।

যাঁরে খোদা ডেকে নিয়ে আরশ পাকে,
মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে,
তাঁরই প্রেমে কাতর এ বুক
জ্বলে পুড়ে যায়।।

-তোফাজ্জল হোসাইন খান-

11 comments:

  1. ভায়া গজলটার কোন MP3/Video ডাউনলোড লিঙ্ক জানা থাকলে একটু জানিয়ে দিলে ভাল হত।

    ReplyDelete
    Replies
    1. vidmat থেকে নামানো যাবে

      Delete
  2. Replies
    1. ১৯৯২-১৯৯৩ সনের কথা, ছোটবেলায় এই গানটা বেশী শুনেছি আমাদের সবাইর প্রিয় স্যারের কন্ঠে। উনি গান শিখাতো-বৃহস্পতিবারে স্কুল ছুটির পরে জলসার আয়োজন ছিল।

      Delete
  3. দরদ ভরা একটি অসামান্য নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

    ReplyDelete
  4. অসাধারণ নাত

    ReplyDelete
  5. মাশা আল্লাহ। প্রিয় সংগীত ❤️

    ReplyDelete
  6. মাশাআল্লাহ

    ReplyDelete
    Replies
    1. আলহামদুলিল্লাহ

      Delete
  7. মাশাআল্লাহ

    ReplyDelete