ইসলামী সঙ্গীত লিরিক্স

Thursday 22 July 2010

আমার হাতের কলমটা হায়

আমার হাতের কলমটা হায়
কোথায় জানি হারিয়ে গেছে,
কলম! না, সে তুর্ণ শায়ক-
মরীচাতে জড়িয়ে গেছে।

খাতায় আমার নেইকো পাতা
বিরান ফাঁকা শুষ্ক মরু,
উধাও! একি! পাইনা খুঁজে
ছায়া দেবে- এমন তরু।
কলম খাতার শোকে আমার
শব্দ পুকুর শুকিয়ে গেছে।

পাখির ডানায় নেইকো পালক
কেম্নে ডাকে কুহু,
আঁৎকে উঠি, একি শুনি!
কুহু তো নয়, উহু!

আমার কলম আমার খাতা
দে ফিরিয়ে সময়-বাজ,
পাখির ডানায় পালক দে তুই
তার স্বরে সে ডাকুক আজ।
শকুন- শেয়াল বাদ দে খেয়াল,
আকাশ নদি বাণ ডেকেছে।

আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment