ইসলামী সঙ্গীত লিরিক্স

Thursday 22 July 2010

ও পাখি তুই কোথায় গেলি উড়ে

ও পাখি তুই কোথায় গেলি উড়ে,
তোরি মাতম সারা বাগান জুড়ে।

নেই বলে তুই-
পাতায় পাতায় বাতাসে দোল খায় না,
শাখায় শাখায় সুরের সুধা পাইনা।
তোর বিরহে কথামালা অঙ্কুরে যায় পুড়ে।

তোর বিরহে-
তন্ত্রী বিনায় ঢেউ খেলে না ধ্বনী,
কেইকো ফুলে অলীর গুঞ্জরণী।
আয় না ফিরে সুরের খাঁচায় রাখবো এবার মুড়ে।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment