ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 15 August 2010

মালেক ভাইয়ের শাহাদাতের

( আজ ১৫ই আগষ্ট শহীদ মালেক স্বরনে এ গানটি পোস্ট করলাম)

মালেক ভাইয়ের শাহাদাতের
রক্ত রাঙ্গা পথে
হামিদ শাব্বির আইয়ুব ওরা
চলেছে এক সাথে............

...সেই পথেরই শেষ ঠিকানা জানো কি কোনখানে
সেই পথেরই শেষ ঠিকানা জান্নাতের বাগানে
আবে কাওসার আবে হায়াতের পিয়ালা হাতে।।

ফেরদাউসের দরজা হতে আসমানী আহবানে
শাহাদাতের খুশবূ মেখে চলেছে সেইখানে।

বুক ফেটে যায় কান্না ফুরায়
মালেক মালেক বলে
আমার শাব্বির, হামিদ, আইয়ুব
কোথায় গেলো চলে
না না তোমরা আর কেঁদো না
ওরা বেঁচে আছে
ওরা চলেছে একসাথে...............

-খন্দকার রাশিদুল হাসান-

No comments:

Post a Comment