তোমার নামের তসবীহ খোদা
লুকিয়ে যেন রাখি
সংগোপনে মনে মনে
তোমায় যেন ডাকি।।
মস্তানা সে নেশার ঝোঁকে
নীরব উদাস দুঃখ শোকে
আমি যেন সবার চোখে
পাপী হয়ে থাকি।।
সবাই আমায় করুক ঘৃনা
চাইনা ফুলের মালা
তোমার নামের আবেহায়াত
মিটাক প্রানের জ্বালা।।
মাটির খোলা সাঙ্গঁ হলে
তখন যেন যায়গো চলে
আল্লাহ আল্লাহ বলে
আমার পরান পাখি।।
-আজীজুর রহমান-
শুখরান জাযাকাল্লাহু খয়রান প্রিয়
ReplyDelete