ইসলামী সঙ্গীত লিরিক্স

Monday 16 August 2010

তোমার বন্দনার ভাষা খুঁজে পাই না

তোমার বন্দনার ভাষা খুঁজে পাই না,
কোন গানে ডাকি তোমায়
কোন সুরে ডাকি তোমায়
বুঝে আসে না ॥

আ আ আ আ
কোকিলের মত যদি কণ্ঠে থাকিত সুর,
তোমার নামের গান গাইতাম সুমধুর ॥
দোয়েলের মত করে
মুহু মুহু মুহু স্বরে ॥
ডাকা হয় না।

জোছনা বিলিয়ে চাঁদ তোমাকে স্মরে,
সুবাস ছড়ায় ফুল তোমার তরে ॥

সময়ের বাঁকে বাঁকে পথ চলা অবিরাম,
জীবনের প্রয়োজনে অবিরত সংগ্রাম ॥
পাহাড়ের বুক চিরে
ঝর্ণার মত ধীরে / নিভৃতে ধীরে ধীরে ॥
ডাকা হয় না।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
০৩.০৫.২০১০
সন্ধ্যা ৭.৪৫

No comments:

Post a Comment