ইসলামী সঙ্গীত লিরিক্স

Monday 16 August 2010

আকাশে মেঘের কোণে, চাঁদ হাসে আপন মনে

আকাশে মেঘের কোণে, চাঁদ হাসে আপন মনে।
তারারা আলো ছড়ায়, সুরুজ ও কিরন বিলায়।
সবি যে তোমার ইশারায়।

সবুজের সমারহে মন হারার কি যে মোহে
কি আছে তাদের মাঝে,
রবির ঐ রোদের পাশে শিশিরও যেন হাঁসে
সকালের সবুজ ঘাসে।
কেন সে মধুর হাঁসি ছড়ায়।

আকাশের বুক হতে কে ঝরায় বৃষ্টি শীতল,
কে দিল মোদের তরে উর্বর এই যে ভূতল।

সাগরের অসীম জলে কে দিল মুক্ত ঢেলে
ঝিনুকের ছোট বুকে,
পেয়ে কার মেহেরবানী সাগরের শান্ত পানি
ফেঁপে ওঠে জোয়ার রূপে।
কেন সে আবার নেমে যায়।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment