ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday 17 August 2010

হারানোর বেদনা কেউতো বোঝে না

হারানোর বেদনা কেউতো বোঝে না,
ডুবেছি আঁধারে হারিয়ে জোছনা,
বুক জুড়ে আছে শুধু কান্না কান্না।

তোমারই বিরহে গানেরও বনে
সুরেরও পাখিরা কাঁদে সংগোপনে।
পাপড়ি না মেলে ঝরে গেল কত ফুল,
গান না ফুরায়ে উড়ে গেল বুলবুল।
তুমি নাবী পরপারে আমাকে ভুল না।

আহমাদ নামে আছে কোন সে শরার,
যে শরাব পিয়ে দেখি খুলে গেছে জান্নাতী বাব।

তোমারই বিরহে প্রেম কাননে
সবুজ পাতারা ঝরে ক্ষনে ক্ষনে।
ফাগুনে নামে যেন দুঃখেরও আগুন
বিরহ বীণায় বাজে সুর সুকরুণ।
স্বপ্নে তুমি এসে আমাকে তরাও না।


কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment