ইসলামী সঙ্গীত লিরিক্স

Monday 16 August 2010

কি আর আমি চাইবো বলো চাওয়ার কি বা আছে

কি আর আমি চাইবো বলো চাওয়ার কি বা আছে ?
সব দিয়েছো উজাড় করে
গুনাহগার এই পাপীর তরে,
পাই না খুঁজে চাওয়ার কিছুই প্রভূ তোমার কাছে।

পঞ্চ রিপুর মন্ত্রণাতে পথ ভুলে যাই আমি,
খুঁজতে গিয়ে পথের দিশা
গ্রাস করে ফের অমানিশা
আঁধার কালো ভাবি আলো বেভুল দিবসযামী ॥
তোমায় ভুলি তবুও তো তুমিই রাখো কাছে।

শুকনো পাতার মর্মরে তো সজীবতা সবুজ,
বৃষ্টি ধারায় শুভ্রতা রয়-বুঝেনা এ অবুঝ ॥

চোখের কোণায় বৃষ্টি নামাই পাষাণ পাথর গলে
হৃদয়পুরে বাণ ডেকে দাও
হেদায়াতের বৃষ্টি নামাও
পঙ্কিলতার লেশটুকুও যাক চলে যাক চলে ॥
নিঃস্ব পাপী অধম শুধু এই করুণাই যাচে।

কথাঃ আব্দুস শাকুর তুহিন
রাতঃ ১.৩২
২৮.০৭.২০১০

No comments:

Post a Comment