ইসলামী সঙ্গীত লিরিক্স

Monday, 16 August 2010

বলতো কার ইশারায় পূব গগনে সুর্য ওঠে

বলতো কার ইশারায় পূব গগনে সুর্য ওঠে
বলতো কার ইশারায় হরেক রকম ফুল ফোটে।
বলতো কার ইশারায়, নদীরা যায় বয়ে যায়
পাখি ডেকে ওঠে।

বলতো কার ইশারায় মেঘের পাহাড় বৃষ্টি ঝরায়
কার ইশারায় কোকিল কুহু কুহু গান গেয়ে যায়।
সাগরের বুকে জোয়ার বল না ইশারা কার ॥
কার হুকুমে ঝর্ণাধারা ছোটে।

বলতো কার ইশারায় শিশির কণা সবুজ ঘাসে
কার ইশারায় তারার মেলা বসে ঐ আকাশে ॥
আকাশের গ্রহ তারা কার প্রেমে পাগলপারা ॥
কার হুকুমে শাপলা শালুক ফোটে।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment