ইসলামী সঙ্গীত লিরিক্স

Monday 16 August 2010

ও ঝর্ণাধারা বলনা আমায়

ও ঝর্ণাধারা বলনা আমায়
বলনা আমায় বল,
কেমন করে পাহাড় চিরে
জোরে কিবা ধীরে ধীরে
নামাস অথৈ জল ॥

সবাই বলে পাহাড় কাঁদে
তাইতো নামিস তুই,
কাঁদলে আকাশ যেমন করে
ভিজে যমিন ভুই।
আমি বলি এ কোন কথা
ঐ পাহাড়ে কিসের ব্যাথা
সবই মিছে ছল।


তোর ক্ষমতা নাই তো কিছুই
জানি আমি জানি,
“কুন ফায়্যা কুন” বলেন যিনি
তাকেই সবাই মানি।
তাঁর ইশারায় এঁকেবেঁকে
ঐ পাহাড়ের চুড়া থেকে
নামে রহম ঢল।

কথাঃ আব্দুস শাকুর তুহিন
০৭.১০.২০০৯
রাত ০১.০৩২৮.

No comments:

Post a Comment