ইসলামী সঙ্গীত লিরিক্স

Monday 16 August 2010

এই পৃথিবীর দিকে তাকালে

এই পৃথিবীর দিকে তাকালে
তোমার নিয়ামাতে হৃদয় দোলে।
ঐ ফুল ও পাখি ঐ বাগান বিথী
যেন প্রভু তোমারই কথা বলে।

গাছ গাছালীর শাখে শাখে
নদ-নদীর ঐ বাঁকে বাঁকে।
তোমারি করুণা ঝরে, অবিরত থরে থরে।
বাতাসের তালে তালে, শনশন সুর তুলে
ধান ক্ষেতে ধান গাছ দোলে দোলে।

ঐ আকাশের নীলে নীলে
অতল গহীন ঐ সাগর জলে।
তোমারি রহম ঝরে, বর্ষার বারিধারে।
পাহাড়ী ঝর্ণাধারা, তোমাতেই দিশেহারা
কুলু কুলু ধ্বনি তুলে বয়ে চলে।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment