ইসলামী সঙ্গীত লিরিক্স

Monday 16 August 2010

এই ধরনীতে যা কিছু রয়েছে

এই ধরনীতে যা কিছু রয়েছে
ঐ আসমানে যত কিছু রয়েছে,
তোমার মহিমা গায় শুধুই তারা।
তুমি অধিপতি, তুমি প্রশংসিত
ক্ষমতার মসনাদে তুমিই খাড়া।

রাতের পরে তুমি দিনের আলো দাও,
শুষ্ক যমিনে বৃষ্টি ঝরাও ॥
অবগত আছ তুমি সকল বিষয়,
প্রকাশ্যে গোপনে যা করি মোরা।

সুরযের আলো আর চাঁদের কিরণ,
দিলে প্রভূ তারকা সাগর উদ্যান ॥
মহাদ্রষ্টা তুমি ওগো দয়াময়,
প্রকাশ্যে গোপনে যা করি মোরা।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment