ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday 17 August 2010

আমারও দেশেরও মাটি

আমারও দেশেরও মাটি
যেন বিছানো এক অপরূপ শীতল পাটি ॥

এখানে পাকা ধানের শীষে
কৃষকের হাঁসি আছে মিশে।
এখানে ঝিলের শান্ত জলে
পদ্ম হৃদয় মাতিয়ে তোলে।
প্রভাতের দূর্বা ঘাসে শিশির ছড়ানো
মুক্ত বিছানো পরিপাটি।

এখানে মেঠো পথের ধুলোয়
রাখালের বাঁশি দুঃখ ভুলায়।
এখানে বটের শীতল ছায়ায়
ক্লান্ত পথিক হৃদয়ও জুড়ায়।
মোহময় সন্ধ্যাকাশে চাঁদের পাশে
তারা হাঁসে মিটিমিটি।


কথাঃ আব্দুস শাকুর তুহিন
সুরঃ শোয়েব আলী

No comments:

Post a Comment