ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday 17 August 2010

ফুলের সেরা ফুল

ফুলের সেরা ফুল
সুবাসে তার দুনিয়া মাশগুল।

যার আগমনে এ ধরায় উঠলো নতুন রবি,
তার রঙে রঙিন হলো যে সবি।
পাপড়ি মেলে দিল হাজারা ফুল।

চাঁদে ও গ্রহণ লাগে সে মুখে লাগেনি গ্রহণ,
জাহেলি আঁধার কেটে আলোময় হলো এ ভুবন।

আলোর পাখিরা আলোর তরে উঠলো গেয়ে,
তপ্ত মরু ও উঠলো নেয়ে।
ভাসলো নূরুন নূরে হৃদয়ও কূল।


কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment