ইসলামী সঙ্গীত লিরিক্স

Monday, 16 August 2010

দুঃখ সাগরের ঘূর্ণিপাকে

দুঃখ সাগরের ঘূর্ণিপাকে
আটকে গেলে জীবন তরী,
আল্লাহ নামের পরশ তখন
সকল বাধা দেয় যে চিরি।

ব্যথার বানে বিদ্ধ হলে সুখ পাখিটার বুক,
চলার পথে দাঁড়ায় যদি পাহাড়সম দুঃখ।
সাহস কলি সুবাস ছড়ায় হৃদয় কানন ঘিরি।

মনোবলের ভেলা যদি যায় ভেসে অকূলে,
পথের দিশা যায় পাওয়া যায় তাঁকে স্মরণ এলে।

শুকনো পাতা হয়ে ঝরে গেলে মুখের হাঁসি,
সুখের ঘরে জ্বললে আগুন হয়ে সব বিনাশী।
নূরুন নূরে জীবন আকাশ সহসা যায় ভরি।

কথাঃ আব্দুস শাকুর তুহিন
সুরঃ ইউসুফ বকুল

No comments:

Post a Comment