ইসলামী সঙ্গীত লিরিক্স

Monday 16 August 2010

চাঁদের আলো এই হৃদয়ে

চাঁদের আলো এই হৃদয়ে
দোলা দিল ঐ চাঁদের আলো,
ঝিকিমিকি ছলাৎ হলাৎ
নদীর জলে শোভা টলোমলো।

কুলুকুলু কলতানে
ঢেউয়ের তালে তালে কি সুর বাজে,
ভাটির টানে ছুটে চলা নদী
মুর্ছনা দেয় সুর হৃদয় মাঝে।
সেই সে গানের সুর হৃদয় কাননে
প্রভুর প্রেমের শত ফুল ফুটালো।

ঝিকিমিকি জ্বলে তারা
দেখে আমি হই আত্মহারা,
সন্ধ্যা রাতের ঐ নীলিম গগন
হৃদয় মননে দেয় প্রেমের নাড়া।
সেই সে প্রেমের সুখ কবির কলমে
আল্লাহ্‌ তায়ালার শত হামদ্‌ ঝরালো।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment