ইসলামী সঙ্গীত লিরিক্স

Monday 16 August 2010

তার রঙের চেয়ে আর কোন রং

তার রঙের চেয়ে আর কোন রং
শ্রেষ্ঠ কি কভু হতে পারে বল,
ফেরদৌসী সৌরভে মন রাঙ্গাতে
তোমার হৃদয়ে তার রং ঢালো।

তার রঙের সুধা পিয়েছে যে জন
ধন্য যে তার জীবন ও মরণ।
আলোকিত তার হৃদয় ও মন,
নেই সেথা একটুকু আঁধার কালো।

তার রঙের দাবী শুধু নয়তো ঈমান
বক্ষে চেপে ধর সবাই কোরআন।
শয়নে ও স্বপনে মননে
তার বাণী মনে রেখে সামনে চলো।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment