ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 28 December 2013

আল্লাহ কে সত্যি ভালবাসে যে

আল্লাহ কে সত্যি ভালবাসে যে
আল্লাহর দ্বীনকে
সে আলোর ক্ষীণ কেও
মনের গভীর থেকে ভালবাসে সে।

ভালবাসে রাসুলের পবিত্র সুন্নাহ
সুন্নাহই মেনে নেয় তার খাঁটি উম্মাহ
হোক না তা বিয়ে শাদী,অনুরোধ সাধাসাধি
মেনে নেয় তার সবি অনায়াসে।

আল্লাহ কে সত্যি ভালবাসে যে
আল্লাহর দ্বীনকে
সে আলোর ক্ষীণ কেও
মনের গভীর থেকে ভালবাসে সে।

আল্লাহ কে সত্যি ভালবাসে যে
ভালবাসে কোরআন, হাদিসের আহবান
জীবনের ঘানি টানে ঐ দুটি নির্দেশে।

ভালবাসে রাসুলের অনুপম সংস্কৃতি
হোক না তা যুদ্ধ শান্তির রাজনীতি
হোক না তা দেশ সেবা
লেনদেন নেওয়া দেওয়া
ত্যাগ কোরবানি করে হেসে হেসে।

আল্লাহ কে সত্যি ভালবাসে যে
আল্লাহর দ্বীনকে
সে আলোর ক্ষীণ কেও
মনের গভীর থেকে ভালবাসে সে।

No comments:

Post a Comment