ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

আল কোরানকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা

আল কোরানকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা
আজকে দ্যাখ সামনে এসে রক্ত মাখা শহীদ বেশে
ফের দাঁড়িয়েছে তারা।।

আজকে তাদের প্রশ্ন শুধু যেন
আলকোরানের দ্বীন আসেনা কেন।।
কেন আজও হয়না জয়ী মযলুম সবহারা
রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা।

আজকে তাদের সব দায়িত্ব যদি
মাথায় তুলে চলি নিরোবধি।।
তবেই হবে সফল আজি তাদের স্মরণ করা
রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তাঁরা।

সবাই এসো তাদের কাছে শিখি
জীবন দেবার জন্য লাগে যে কি।।
খোদার পথে কেমন করে কিভাবে যায় মরা
রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা।

খোদার পথে মরতে শেখে যারা
সকল যুগের সর্বজয়ী তাঁরা।।
তাদের পেয়ে হয়গো ধন্য মানুষ এবং ধরা
রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তাঁরা।

(১৯৮৫ সালে আল কোরানের অবমাননা বিরোধী মিছিলে শহীদ হওয়া জান্নাতি পাখীদের জন্য)

2 comments: