আমি ক্ষুদ্র তাই, বুঝিতে পারি না -
ওগো মহা মহীয়ান,
তুমি সব খানে বিরাজমান ।
পাহাড় সাগরে, নদীর কল্লোলে
ঝরণার নূপুরে, বাতাসের হিল্লোলে
কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে -
শুনি তোমার গুণগান ।
তুমি সব খানে বিরাজমান ।
গ্রহ রবি, তারকা পুন্জে
সোনা ফলা মাঠে, ঘন নিকুন্জে
ধূসর মরু তপ্ত বালুকায় -
দেখি সদা তোমার শান ।
তুমি সবখানে বিরাজমান ।
এটার লেখক কে?সুরকার ও গীতিকার কে?
ReplyDeleteকামরুজ্জামান
Deleteচলে যাওয়ার ভয় লিরিক্স গজল - lyrics Chole Jawar Voy gojol
Deleteএম. কামরুজ্জামান।
Deleteআমার প্রিয়
ReplyDeleteচলে যাওয়ার ভয় লিরিক্স গজল - lyrics Chole Jawar Voy gojol
Deleteচলে যাওয়ার ভয় লিরিক্স গজল - lyrics Chole Jawar Voy gojol
ReplyDeleteফেভারিট❤️🩹
ReplyDeleteমাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ
ReplyDeleteগানটির গীতিকার এবং সুরকার এম. কামরুজ্জামান।
ReplyDelete