ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

আছি জেলখানায় আছি বড় অসহায়

আছি জেলখানায় আছি বড় অসহায়
দিন যায় ফাইল ফাইলে রাইতে মশা খায়

একটা রুটি দেয় যে মাগো সকাল বেলা হলে
নিরামিষ খেয়েই মাগো দুপুররাত্রি চলে
তাই তো সবাই টাকা দিয়ে পিসির খাবার খাই।

রাইতের বেলায় ঘুমাই মোরা ইলিশ ফাইল মেরে
বেশি মানুষ হইলে পরে কেচকি ফাইল মারে
সাহেব ফাইল কেষ্ট ফাইল কত ফাইল হায় ।

গোসল করতে গিয়ে মোদের যুদ্ধ করতে হয়
বালতিওয়ালা কয়েদিরা নানান কথা কয়
অনেক কষ্ট করেও মাগো পানি নাহি পাই।

হাউজপাড়ের সিরিয়ালটা লম্বা যত হয়
বোতল আছে যতগুলো মানুষ ততো নাই
সিরিয়ালের পানি পেতে বিকেল হয়ে যায় ।

কথা: নাজমুল হক
সুর: মিরাদুল মুনীম

No comments:

Post a Comment