শত শত মালেক ঐ আসছে
শত শত সাব্বির হাসছে
শত শত শহীদের বিপ্লবী সাথীরা
নতুন এক স্বপ্নে ভাসছে
দৃপ্ত পদভারে হাঁটছে।
চোখে-মুখে জিহাদের উল্লাস
বুকে বুকে শপথের উচ্ছাস
বাজী রেখে জীবনের মূল্য
হাতে হাত কাঁধে কাঁধ
হাতে হাত কাঁধে কাঁধ রাখছে
শত শত শহীদের বিপ্লবী সাথীরা
নতুন এক স্বপ্নে ভাসছে
দৃপ্ত পদভারে হাঁটছে
যারা শুধু ভালবাসে
কোরানের বিপ্লবী কাজকে
তারা দেখো ধীরে ধীরে
মিলনের মোহনায় আজকে
প্রাণে প্রাণে সাহসের সম্ভার
পিষে চলে বাঁধা, ভয়, ঝঞ্ঝাট
আলোকিত পৃথিবীর জন্য আঁধারের বুনিয়াদ
আঁধারের বুনিয়াদ ভাঙছে
শত শত শহীদের বিপ্লবী সাথীরা
নতুন এক স্বপ্নে ভাসছে
দৃপ্ত পদভারে হাঁটছে
শত শত মালেক ঐ আসছে...........................
No comments:
Post a Comment