ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

সামাল সামাল সামাল হে সামাল সামাল সামাল

সামাল সামাল সামাল হে সামাল সামাল সামাল
সামাল সামাল সামাল হে সামাল সামাল সামাল

সামাল সামাল আসছে ওরে দামাল ছেলের দল
বজ্র নিনাদ হুংকারে বাজে বিজয় দমকারে
রুখতে পারে এমন কে রে যৌবনেরই ঢল
সামাল সামাল আসছে ওরে দামাল ছেলের দল

স্বপ্ন যাদের স্বর্ণ যুগের সমাজ রাশেদার
মায়ের সোহাগ আদর তারে বাঁধতে পারে আর ???
তাদের বইছে শিরায় হামজা আলীর রক্ত কলকল
বইছে শিরায় হামজা আলীর রক্ত কলকল

মনের বীণায় আর বাজে না নেই যে প্রাণের তার
কুটিল থাবায় গান থেমেছে মৃত্যু হাহাকার
আজ আঘাত হেনে জীবন বীণায় ছন্দ বাধি চল
আঘাত হেনে জীবন বীণায় ছন্দ বাধি চল

মুখের জরায় জীবন তরী ধুঁকছে বারে বার
ঘরের কোণে মুখ লুকিয়ে রইবি কত আর
আজ প্রানের গাঙে বান ডেকেছে পাল উড়াবি চল
প্রানের গাঙে বান ডেকেছে পাল উড়াবি চল

No comments:

Post a Comment