ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

আমি অপার হয়ে বসে আছি

আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়।।
পারে লয়ে যাও আমায়।।

আমি একা রইলাম ঘাটে,
ভানু সে বসিল পাটে
আমি তোমা বিনা ঘোর সংকটে
না দেখি উপায়।।

নাইকো আমার ভজন সাধন,
চিরদিন কুপথে গমন,
আমি নাম শুনেছি পতিত-পাবন
তাইতে দোহাই দেই তোমায়।।

অগতির না দিলে গতি,
ওই নামে রবে অখ্যাতি,
লালন কয় অকূলের পতি,
কে বলবে তোমায়।।

No comments:

Post a Comment