ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

যেমন তুমি দিলে জমিন

যেমন তুমি দিলে জমিন,
দিয়েছ আসমান
সুখের সমাজ গড়তে দিলে,
তেমনি কোরআন।
তোমার দয়া অফুরান।

তৃষ্ণা নিবারণে দিলে, স্বচ্ছ স্বাদু পানি
জঠর জ্বালা জুড়াতে আর ফল ও ফসল জানি
পথের দিশায় তেমনি দিলে, রাসূলে আকরাম।
তোমার দয়া অফুরান।

তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাক
গাছ গাছালির শাখায় শাখায় পাখপাখালির ডাক।

বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে
আদর সোহাগ দান করেছ, নানা রঙের দুঃখে।
দান করেছ তেমনি তুমি জ্ঞান আরও বিজ্ঞান।
তোমার দয়া অফুরান।

13 comments:

  1. এখানে গানের লেখক ও সুরকারের নাম দিলে অনেক ভাল হত

    ReplyDelete
    Replies
    1. কবি মতিউর রহমান মল্লিক

      Delete
  2. সুরকার গীতিকার কে?

    ReplyDelete
    Replies
    1. কবি মতিউর রহমান মল্লিক

      Delete
  3. অসাধারন ,ধন্যবাদ সকলকে

    ReplyDelete
  4. এই গানটি শুনলে হৃদয় শীতল হয়ে যায়।

    ReplyDelete
  5. চমৎকার একটি গান।

    ReplyDelete
  6. মাশাআল্লাহ,,, অসাধারন সংগীত

    ReplyDelete
  7. মাশাআল্লাহ

    ReplyDelete
  8. আমার অনেক পছন্দের গজল

    ReplyDelete
  9. সুরকার মশিউর রহমান লেখক মতিউর রহমান মল্লিক

    ReplyDelete
  10. সুরকারের নাম নেই।

    ReplyDelete
  11. মাশাআল্লাহ অসাধারণ

    ReplyDelete