ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

দ্বীনের পথে_চলতে গিয়ে

দ্বীনের পথে_চলতে গিয়ে,
বাধার পাহাড় দলতে হয়।
দুঃখের মাঝেও দিন রজনী
সুখের কথা বলতে হয় ।

সরল পথের পথিক যারা
থামতে কভূ চায়না তারা,
বুকের খুনেই বহুক নদী
তবু দ্বীনের চায় বিজয় ।

পাপের সমাজ ভেঙ্গে যারা
আলোর ভুবন গড়তে চায়
ঘোর আধারের পূজারীরা
টুটি চেপে ধরতে চায়।

বাতিল যত দিকনা হানা
তবু তাদের আছে জানা
দ্বীন কায়েমের পথতো কভূ
ফুলে ফুলে ঢাকা নয় ।

No comments:

Post a Comment